নীলফামারী সরকারি কলেজটি শহরের পশ্চিমপ্রামেত্ম ষ্টেডিয়াম সংলগ্ন ২৩.১৫ একর জমির উপর প্রতিষ্ঠিত। এর বর্তমান ভবন সংখ্যা ৬টি। এ ছাড়াও একটি জামে মসজিদ, খেলার মাঠ, ছাত্র, ছাত্রীদের কমনরূম রয়েছে। ১৪টি বিষয়ে অনার্সসহ মোট ১৫টি বিষয়ে পাঠদান করা হয়। বর্তমানে সর্বমোট শিক্ষক সংখ্যা ৭২ জন, কর্মরত কর্মচারীর সংখ্যা ৫১ জন (সরকারি ১১ জন বেসরকারি ৪০ জন) এবং ছাত্র-ছাত্রীর সংখ্যা সর্বমোট ৮৮৯২ জন। প্রতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স বিষয়ে ১৪৮৫টি আসনে, ডিগ্রী পাস কোর্স এবং দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক পর্যায়ে একাদশ শ্রেণীতে ৮০০ টি আসনে ছাত্র-ছাত্রী ভর্তি করানো হয়।